Rupa Bibekta Tor More Geche | রুপা বিবেকটা তোর মরে গেছে | Emon Khan | Shakila | Bangla Sad Song 2022
এখন আমার সবি আছে নাইরে তুই রুপা যে মনেতে রাখছি তোরে মনটা নিয়া যা ব্যথার বোঝা এই মনেতে বয়তে পারি না বিবেক টা তোর মরে গেছে তুই তো বুঝবি না ও রুপা ও রুপা রে কেনো তোর নিজ হাতে আমার মুখে বিষ কেনো বিষ ঢেলে দিলি না কেনো আমার সাথে করলিরে তুই নিঠুর ছলনা
Rupa Bibekta Tor More Geche | রুপা বিবেকটা তোর মরে গেছে | Emon Khan | Shakila | Bangla Sad Song 2022
Song : Rupa Bibekta Tor More Geche
Singer: Emon Khan
Lyric: Jashim Uddin Akash
Tune: Emon Khan
Music: Real Ashique
Cast : Emon Khan, Shakila Parvin, Jahid Islam, Nipu Mama. Other
Cinematography : Sany Khan
Make Up : MA Sagor Rana
Design : Masum Billah
Edit, Color & Vfx : SM Tushar
Director : BM Saiful
Production : Rizu Films
Produced by : Jashim Uddin Akash
Label : BD29 Multimedia
Lyrics:
????এখন আমার সবি আছে নাইরে তুই রুপা
যে মনেতে রাখছি তোরে মনটা নিয়া যা
ব্যথার বোঝা এই মনেতে বয়তে পারি না
বিবেক টা তোর মরে গেছে তুই তো বুঝবি না
ও রুপা ও রুপা রে
কেনো তোর নিজ হাতে আমার মুখে
বিষ কেনো বিষ ঢেলে দিলি না
কেনো আমার সাথে করলিরে তুই নিঠুর ছলনা
???? এই জীবনে না হয় রুপা ছিল জোয়ার ভাটা
পরকে দিলি ফুলের মালা আমায় দিলি কাটা
তবুও তুই থাকিস ভালো হসরে চির সুখী
রইলো আমার এই শুভকামনা
ও রুপা ও রুপা রে
কেনো তোর নিজ হাতে আমার মুখে
বিষ কেনো বিষ ঢেলে দিলি না
কেনো আমার সাথে করলিরে তুই নিঠুর ছলনা
???? তোরে চাওয়া ছিলো আমার মস্ত বড় ভুল
এখন আমি পাই না খুজে জীবন নদীর কুল
স্মৃতি গুলো উড়াই দিলি, দিলি বুকে জ্বালা
ভাঙ্গা মনকে কি দেই শান্তনা
ও রুপা ও রুপা রে
কেনো তোর নিজ হাতে আমার মুখে
বিষ কেনো বিষ ঢেলে দিলি না
কেনো আমার সাথে করলিরে তুই নিঠুর ছলনা