বিকাশ থেকে রকেটে টাকা পাঠান বিনিময়ের মাধ্যমে [প্রথম পর্ব]
বিকাশ থেকে রকেটে টাকা পাঠান বিনিময়ের মাধ্যমে [প্রথম পর্ব]
![বিকাশ থেকে রকেটে টাকা পাঠান বিনিময়ের মাধ্যমে [প্রথম পর্ব]](https://gonomukh.com/uploads/images/2022/11/image_750x_6376228609ef8.jpg)
আসসালামু আলাইকুম। সম্মানিত টেকটপ২৪ বাসী আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। আলহামদুলিল্লাহ্ মহান রব্বুল আলামীনের অসীম রহমতে আমিও ভাল আছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ভাইরাল এটি টপিক নিয়ে। টাইটেল দেখে নিশ্চয় বুঝে গেছেন টপিকের মূল বিষয় কি! তাহলে চলুন শুরু করি আজকের টিউটোরিয়ালটি।
আজকের আর্টিকেলটি অনেক বড় তাই আর্টিকেলটি আমি দুইটি পর্বে বিভক্ত করেছি! প্রথম পর্বের আমি বিকাশ ও রকেটে বিনিময় সেবাটিতে রেজিষ্ট্রেশন করে দেখাব। তারপর দ্বিতীয় পর্বে আমি বিকাশ থেকে রকেটে অথবা রকেট থেকে বিকাশে কিভাবে টাকা পাঠাবেন সেটা দেখাব। একই সিস্টেমে বিনিময়ে রেজিষ্ট্রেশন করার মাধ্যমে নগদ বা ইসলামি ব্যাংকের সেলফিন অ্যাপেও টাকা পাঠানো যাবে। তাহলে আজকের টিউটোরিয়ালটির প্রথম পর্বের মূল আলোচনাটা শুরু করা যাক!
Part 02: বিকাশ থেকে রকেটে টাকা পাঠান বিনিময়ের মাধ্যমে [দ্বিতীয় পর্ব]
বিনিময় কি?
বিনিময় হল মোবাইল ব্যাংকিং সেবাকে আরও আধুনিকায়ন করার নতুন প্রকল্প। বিনিময় সেবাটির মাধ্যমে তৎক্ষণাৎ ভাবে টাকা পাঠানো যাবে বাংলাদেশের শীর্ষ স্থান দখল করার মোবাইল ব্যাংকিং সেবা কোম্পানি গুলোতে। অথাৎ বিকাশ থেকে রকেটে, বিকাশ থেকে নগদে বা রকেট থেকে নগদে টাকা পাঠানোর নতুন মাধ্যমটি হল বিনিময়। বিনিময় সেবাটি ব্যাংলকের ব্যাংকের উদ্যোগে ভারতের ইউনাইটেড পেমেন্ট ইন্টারফেসের আদলে তৈরি করা হয়েছে। বিমিনয় সেবাটি তৈরি করতে বাংলাদেশ ব্যাংক ও তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্ভাবন ও উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ (আইডিয়া) প্রতিষ্ঠানের খরচ হয়েছে প্রায় ৬৫ কোটি টাকা। তবে বিনিময় সেবাটি পরিচালনা করবে বাংলাদেশ ব্যাংক। বিনিময় সেবাটি উদ্বোধনের মাধ্যমে মোবাইল ব্যাংকিং সেবা খাতে নতুন অধ্যায়ের সুচনা হয়েছে।
বিকাশ থেকে রকেটে বা নগদে টাকা পাঠাতে হলে আপনাকে বিনিময়ে রেজিষ্ট্রেশন করতে হবে। আপনি যদি বিকাশ থেকে রকেটে টাকা পাঠাতে চান তাহলে দুই জায়গায় দুইটি বিনিময় একাউন্ট তৈরি করতে হবে। আমি যেহেতু বিকাশ থেকে রকেটে টাকা পাঠাব সেহেতু আমি বিকাশ ও রকেটে বিনিময় রেজিষ্ট্রেশন করে দেখাচ্ছ। আপনি যেখানেই টাকা পাঠাতে চান সেখানে আপনাকে একটি বিনিময় একাউন্ট অবশ্যয় থাকা লাগবে। আমি শুধু বিকাশ ও রকেটে রেজিষ্ট্রেশন করা দেখালাম। বাকি মোবাইল ব্যাংকিং যেমন নগদ ও ইসলাম ব্যাংকের সেলফিনে নিজে নিজে তৈরি করে নিতে পারবেন। কারণ সবগুলো মোবাইল ব্যাংকিংয়ে বিনিময় একাউন্ট তৈরি করার নিয়ম একাই।
বিকাশে বিনিময়ে রেজিষ্ট্রেশন
বিকাশে বিনিময় একাউন্ট করতে হলে আপনাকে বিকাশ অ্যাপে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পর একটু করে স্ক্রল করে নিচের দিকে গেলে অন্যান্য সেবাসমূহ গুলোর মধ্যমে বিনিময় সেবাটি দেখতে পাবেন। যাদের অপশনটি পাবেন না তারা গুগল প্লে স্টোর থেকে আপনাদের বিকাশ অ্যাপসটি আপডেট করে নিবেন। তাহলে দেখতে পাবেন আপনারও বিনিময় সেবাটি চলে আসছে। যাই হোক, তারপর আপনি সেই বিনিময় সেবাটির ওপর ক্লিক করে দিবেন।
বিনিময়ে ক্লিক করার পর আপনাকে বিনিমিয়ের নিয়ম নীতি গুলোর সম্মত আছেন মর্মে আপনাকে স্বীকারোক্তি দিতে হবে। এই জন্য আপনি চাইলে বিনিময়ের নিময় নীতি গুলো পড়ে নিতে পারেন। আমি ধরে নিলাম আপনি পড়ে নিয়েছেন তাই ঠিক আছে লিখাটির ওপর ক্লিক করে দিন।
তারপর একটু করে অপেক্ষা করলে বিনিময়ের রেজিষ্ট্রেশন করার মূল পেইজে চলে আসবেন। সেখান থেকে আপনি Register Now লিখার ওপর ক্লিক করে দিবেন। আশা করি আপনার এই সামান্য বিষয়টুকু বুজতে সমস্যা হবে না।
তারপর চলে আসল বিনিময়ের ফাইনাল ও গুরুত্বপূর্ণ পেইজে। এখানে আপনার দুইটা জিনিস চাইবে ১) আপনার যেকোন একটি ই-মেইল এড্রেস ২) আপনার বিনিময়ে একটি ইউজার আইডি যেটা দিয়ে আপনি বিকাশ থেকে রকেটে লেনদেন করবেন। তাই ইউজার আইডিটা একটু নাম ও সংখ্যার মিশ্রণে দেওয়ার চেষ্টা করবেন যাতে অনের সাথে না মিলে। আরেকটি কথা বিকাশ ও রকেটের ইউজার আইডিও আপনাকে আলাদা আলাদা করে দিতে হবে। ব্যক্তিগত নিরাপত্তার জন্য আমার ব্যক্তিগত তথ্যগুলো হাইড করে রাখা হয়েছে। আপনাদের সুবিধার্থে আমি নমুনা হিসেবে তথ্য গুলো কিভাবে দিবেন সেটা দেখিয়ে দিলাম। আশা করি আপনার কোন সমস্যা হবে না যদি মনে করেন বুঝতেছেন না তাহলে না বুঝে খুলতে যাবেন না তাহলে পরবর্তীতে সমস্যায় পড়তে পারেন।
উদাহরণঃ
১) ই-মেইলঃ Rahatabir324@gmail.com
২) ইউজার আইডিঃ Rahat6368
সবকিছু ঠিকাঠাক আছে কিনা আরেক বার চেক করে নিবেন। কারণ একবার কনফার্ম করে দিলে আর পরিবর্তন করতে পারবেন না। চেক করার পর যদি মনে করেন সব ঠিক আছে তাহলে Confirm লিখার পর ক্লিক করুন।
তারপর নিচের মত একটা পেইজ অপেন হবে সেখানে একটা ৬ ডিজিটের পিন দিন। আপনার যদি পিন মনে রাখতে বেশি সমস্যা হয় তাহলে বিকাশের পিনের সাথে একটা ডিজিট যুক্ত করে দিতো পারেন। তাহলে আর মনে রাখতে তেমন সমস্যা হবে না। ৬ সংখ্যার পিন দেওয়ার পর তার নিচে থাকা Submit বাটনে ক্লিক করে বিনিময় রেজিষ্ট্রেশন সম্পূর্ণ করুন।
আপনার বিনিময় একাউন্ট সফল ভাবে রেজিষ্ট্রেশন হয়ে গেলে নিচের মত একটা পেইজ আসবে৷ তারপর আবার বিকাশের মেনুতে ফিরে এসে বিনিময়ে প্রবেশ করলে আপনার বিনিময়ের লেনদেনের মেনু দেখতে পাবেন। আমার এখন বিকাশের বিনিময় সেবা রেজিষ্ট্রেশন করা শেষ। লেনদেন করতে হলে আমাকে রকেটেও একটি বিনিময় একাউন্ট রেজিষ্ট্রেশন করতে হবে।
রকেটের বিনিময় একাউন্ট রেজিষ্ট্রেশন
রকেটে বিনিময় একাউন্ট রেজিষ্ট্রেশন করার জন্য আপনাকে ডাচ বাংলা ব্যাংকের রকেট অ্যাপসে প্রবেশ করতে হবে। যাদের আছে তারা প্লে স্টোর থেকে আপডেট করে নিবেন আর যাদের নাই তার ডাউনলোড করে নিবেন। রকেট অ্যাপসটি ডাউনলোড করা হয়ে গেলে বিনিময় নামের লোগোর ওপর ক্লিক করে দিন। এখন থেকেই রকেটের বিনিময়ের একাউন্ট করা শুরু হবে। আরেকটা কথা রকেটের বিনিময় একাউন্ট তৈরি করা বিকাশ থেকে একটু ব্যতিক্রম তাই মনোযোগ দিয়ে বাকি আর্টিকেলটি পড়ে নিন।
তারপর নিচের মত এক পেইজ অপেন হবে সেখানে আপনার এনআইডি, জন্য তারিখ রকেট মোবাইল নাম্বারটি দেখতে পাবেন। সেখান থেকে প্রথমে একটা ই-মেইল এড্রেস দিয়ে দিবেন। VID লেখা কলামে আপনার রকেটের বিনিময়ের একটা ইউজার আইডি দিবেন। তবে মনে রাখবেন বিকাশের সাথে যে না মিলে।তারপর Alias এর জায়গায় আপনার প্রথম বা শেষ নামটা দিবেন এবং নিচের দিকে ৩টা Yes করে দিবেন। সবকিছু চেক করে Submit বাটনে ক্লিক করে দিবেন।
তারপর একটি ৬ সংখ্যার পিন দিয়ে দিবেন যা টাকা পাঠাতে লাগবে। মনে থাকে মত সহজ দেখে দিবেন।
তারপর আপনার রকেট একাউন্ট যে নাম্বারে আছে সেটাতে একটা ওটিপি যাবে সেটা ১ মিনিটের মধ্যমে দিয়ে দিবেন।
ওটিপি দিয়ে দিলে আপনার রকেটে বিনিময় একাউন্ট তৈরি করা হয়ে যাবে। তারপর নিচের মত পেইজ সেটা স্কিনশর্ট মেরে রেখে দিতে পারেন৷
আজকের মত এখানে বিদায় নিচ্ছি। এই আর্টিকেলের দ্বিতীয় পর্বে বিকাশ থেকে রকেটে টাকা পাঠানোর নিয়মটি দেখাব। আশা করি ততক্ষণে টেকটিপ২৪ সাইটের সাথে থাকবেন।
Part 02: বিকাশ থেকে রকেটে টাকা পাঠান বিনিময়ের মাধ্যমে [দ্বিতীয় পর্ব]