ওয়ার্ডপ্রেস নিয়ে যত কথা।
আজকের আর্টিকেলে আমরা সম্পূর্ণ নতুন একটি বিষয় ওয়ার্ডপ্রেস নিয়ে কথা বলবো। প্রতিনিয়ত অনেকেই গুগলে ও অন্যান্য সার্চ ইঞ্জিনে ওয়ার্ডপ্রেস কিভাবে কাজ করে?এটি কিভাবে ব্যবহার করতে হয় ?এই বিষয়গুলো নিয়ে সার্চ করছে।কারন অনলাইনে আয় করার জন্য ওয়েব সাইট তৈরি খুব দরকারি এবং সহজে একটি মানসম্মত সাইট তৈরি করতে ওয়ার্ডপ্রেসের জুড়ি মেলা ভার। আসুন তাহলে শুরু করা যাক।

আসসালামুআলাইকুম সুপ্রিয় পাঠকগণ। কেমন আছেন আপনারা সবাই? আমি আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।
আজকের আর্টিকেলে আমরা সম্পূর্ণ নতুন একটি বিষয় ওয়ার্ডপ্রেস নিয়ে কথা বলবো। প্রতিনিয়ত অনেকেই গুগলে ও অন্যান্য সার্চ ইঞ্জিনে ওয়ার্ডপ্রেস কিভাবে কাজ করে?এটি কিভাবে ব্যবহার করতে হয় ?এই বিষয়গুলো নিয়ে সার্চ করছে।কারন অনলাইনে আয় করার জন্য ওয়েব সাইট তৈরি খুব দরকারি এবং সহজে একটি মানসম্মত সাইট তৈরি করতে ওয়ার্ডপ্রেসের জুড়ি মেলা ভার। আসুন তাহলে শুরু করা যাক।
সুপ্রিয় পাঠকগণ যারা ব্লগিং কিংবা ওয়েবসাইটের সাথে জড়িত আছে তারা প্রত্যেকে ওয়ার্ডপ্রেস কি সেটা হয়ত জানে। আমি আজকে বেসিক ভাবে ওয়ার্ডপ্রেস কে কাজে লাগিয়ে কিভাবে বেশি ইনকাম করা যাবে সেটা আপনাদের মাঝে শেয়ার করবো খুব সাধারণ ভাবে যেন নতুনদের বুঝতে সমস্যা না হয়।কারন জটিল করে লিখলে নতুনদের বুঝতে সমস্যা হতে পারে।
বর্তমানে করোনা মহামারির জন্য অনলাইন ইনকাম অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। অনলাইন ইনকামের মদ্ধে সেরা উপায় গুলো হচ্ছে ব্লগিং,ওয়েবসাইটের মাধ্যমে আয়, ইউটিউব, এফিলিয়েট,ফ্রিলান্সিং,সিপিএ মার্কেটিং ইত্যাদি।
তবে এদের মধ্যে ব্লগিং/ওয়েবসাইট বহুল প্রচলিত একটি ইনকাম মাধ্যম।এই ব্লগিং বা ওয়েবসাইট তৈরি করতে ওয়ার্ডপ্রেস অনেক বড় ভূমিকা রাখে। ওয়ার্ডপ্রেস হলো বর্তমানে সবচেয়ে বড় , জনপ্রিয় ও সহজ একটি CMS Software। ওয়ার্ডপ্রেস ব্যবহার করে খুব সহজে আপনি ওয়েবসাইট বানিয়ে কাজ করতে পারেন ।নতুনেরা খুব সহজে যেকোনো প্রসেশনাল ডিজাইনের ওয়েবসাইট তৈরি করতে পারে সহজেই।
দর্শক আপনি এখন নিশ্চয়ই ভবছেন যে ওয়ার্ডপ্রেস কি সেটা তো জানলাম কিন্তু কিভাবে এটি ব্যবহার করে আমরা ওয়েবসাইট কিংবা ব্লগ সাইট থেকে প্রচুর ইনকাম করতে পারবো তা তো জানলাম না।
তাহলে আসুন দেখি আপনি যদি কোন ব্লগ সাইট থেকে ইনকাম করতে চান সেক্ষেত্রে কি করতে হবে। আপনাকে প্রথমে অবশ্যই গুগল এডসেন্স এপ্রুভাল পেতে হবে। এপ্রুভাল পাওয়ার জন্য এসইও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসইও এর ফুল অর্থ হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আপনার ওয়েবসাইট এবং ওয়েবসাইটের পোস্ট গুগলে এসইও ফ্রেন্ডলি করে তুলতে হবে।
বেশিরভাগ ক্ষেত্রে আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সঠিকভাবে করতে পারি না। বিশেষ করে নতুন যারা তারা। আপনি যদি ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে ওয়েবসাইট বানিয়ে সেটিতে যেকোনো পোস্ট করে তাহলে সেটি খুব সহজেই এসইও ফ্রেন্ডলি হয়েছে কিনা বুঝতে পারবেন কারণ ওয়ার্ডপ্রেসে সেই ফিচার যুক্ত রয়েছে। শুধু তাই না আপনার কন্টেন্ট কেন SEO ফ্রেন্ডলি হল না তাও আপনাকে মার্ক করে দেখিয়ে দিবে।
আসুন আমরা জেনে নেই ওয়ার্ডপ্রেস আমাদের কি কি সুবিধা দিয়ে থাকে?
* ওয়ার্ডপ্রেস ব্যবহারের মাধ্যমে খুব সহজে আপনি আপনার ব্লগ বা ওয়েবসাইটের থিম পরিবর্তন করতে পারবেন।এখানে আপনি অসংখ্য থিম পেয়ে যাবেন একদম ফ্রিতে।যেগুলো দিয়ে প্রফশনাল মানের ওয়েব সাইট তৈরি সম্ভব।
* ওয়ার্ডপ্রেস ব্যবহার করে কোন ওয়েবসাইট বানালে সেখানের সব কন্টেন্ট খুব সহজে এসইও ফ্রেন্ডলি করে নেওয়া যায়।
* ওয়ার্ডপ্রেসে আপনি বিভিন্ন ধরনের প্লাগিন পেয়ে যাবেন একদম ফ্রীতে।আপনার সুবিধা অনুযায়ী এগুলো আপনার সাইট তৈরিতে ব্যবহার করতে পারবেন।
* যেকোনো ধরনের সফটওয়্যার এখান থেকে খুব সহজে আপনি কাস্টোমাইজ করে নিতে পারেন নিজের প্রয়োজন মত, এমনকি যেকোনো ব্লগ না ওয়েবসাইট ও কাস্টমাইজ করতে পারেন সহজেই।
* বর্তমানে ইন্টারনেট এ বিভিন্ন টিউটোরিয়াল দেখে আপনি এটির ব্যবহার শিখে নিতে পারেন মাত্র কয়েক দিনেই।
* গুগল কিংবা ইউটিউবে সার্চ করলে ওয়ার্ডপ্রেসের অনেক ভিডিও পাওয়া যায়। A-Z শিখে নিতে পারবেন খুব সহজে ভিডিও গুলো দেখে।
* বেশিরভাগ লোকই মনে করে যে ওয়ার্ডপ্রেসে কাজ করা অনেক ঝামেলার ব্যাপার এবং সাইট বানানো খুব কঠিন। তবে বর্তমানে আপনি খুব সহজে ইন্টারনেট থেকে ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানতে পারেন। তাছাড়াও ডোমেন ও হোস্টিং ওয়ার্ডপ্রেসে ব্যবহার করা যায় সহজেই।
বিশেষ বৈশিষ্ট্য
* সফটওয়্যারটি ওপেনসোর্স এবং বিনামূল্যে ডাউনলোড করে ব্যবহার করা যায়।
* ওয়ার্ডপ্রেস ব্যবহার করে কোনো প্রকার পিএইচপি এবং এইচটিএমএল জ্ঞান ছাড়াই ব্লগিং ওয়েবসাইট তৈরি করা সম্ভব।
* প্লাগইন যা ইনস্টল করে ওয়েবসাইটকে আরো সয়ংক্রিয় করে তোলা যায়।
* ব্লগ পোস্ট ও স্ট্যাটিক পৃষ্ঠা সুবিধা।
* সমবায়িত ব্লগিং সুবিধা (community blog)।
* এছাড়াও বিনামূল্যে থিম, প্লাগইন্স পাওয়া যায়।
* কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (সিএমএস) হবার ফলে যেকোন তথ্য সহজেই পরিবর্তন, পরিবর্ধন, সংযোজন বা বিয়োজন করা যায়। অর্থাৎ আপনি স্বাধীন ভাবে কাজ করতে পারবেন।
* ওয়ার্ডপ্রেস ব্যবহার বান্ধব এবং ব্যবহার প্রণালী খুবই সহজ, সার্চ ইঞ্জিন অফটিমাইজেশেন পদ্ধতি ব্যবহার ইত্যাদি।
* সার্চ ইঞ্জিন বান্ধব।
আশা করছি ওয়ার্ডপ্রেস নিয়ে সব কিছু বিস্তারিত বুঝে গেছেন।আর্টিকেলটা ভালো লাগল শেয়ার করতে পারেন তাতে আমি আরও উৎসাহিত হব। ওয়েব সাইট নিয়ে বিস্তারিত জানতে আমাকে ফলো করে সাথেই থাকুন।সবাই ভালো থাকুন সুস্থ্য থাকুন মহান আল্লাহর কাছে এই কামনা করে শেষ করছি।ধন্যবাদ।