যে কোন ছবিতে থাকা Watermark Remove করুন মাত্র ১ মিনিটে! [ বিস্তারিত পোস্টে]
যে কোন ছবিতে থাকা Watermark Remove করুন মাত্র ১ মিনিটে!
![যে কোন ছবিতে থাকা Watermark Remove করুন মাত্র ১ মিনিটে! [ বিস্তারিত পোস্টে]](https://gonomukh.com/uploads/images/2022/11/image_750x_6371c8304387b.jpg)
আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন।আলহামদুলিল্লাহ্ মহান রব্বুল আলামীনের রহমতে আমিও অনেক ভাল আছি। ভাল আছি বলেই আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি টিউটোরিয়াল। টেকটপ২৪ সাইটে এটা আমার প্রথম আর্টিকেল সো লিখার সময় কোন ভুল ত্রুটি হলে ক্ষমতার দৃষ্টিতে দেখবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের টিউটোরিয়ালটি।
Watermark (জলছাপ) কি?
বর্তমানে অধিকাংশ মানুষ ওয়াটারমার্ক সম্পর্কে জানলেও ওয়াটারমার্কের বাংলা জানে না। ওয়াটারমার্কের বাংলা প্রতিশব্দ হল জলছাপ বা জলচিহ্ন বা জলরেখা। কোন ছবির ওপর সোজা বা আড়াআড়ি ভাবে থাকা ঝাপসা লোগো বা টেক্সকে ওয়াটার মার্ক বলা হয়। ওয়াটারমার্কের মাধ্যমে চেনা যায় ছবির আসল মালিকের পরিচয়। বর্তমানে অধিকাংশ ফটোগ্রাফার, ওয়েব ডিজাইনার ও কনটেন্ট রাইটাররা ওয়াটার মার্ক ইমেজ ব্যবহার করে। তারপরও যারা ওয়াটারমার্ক কি বুঝতে পারেন না তারা নিচের ইমেজটি দেখুন আসা করি বিষয়টি বুঝতে পারবেন।
ওয়াটারমার্ক ব্যবহারের কারণ
ওয়াটারমার্ক ব্যবহারের প্রধান কারণ হল নিজের মেধা স্বত্বকে রক্ষা করা। একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করা যাক। মনে করেন আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার, আপনি নতুন নতুন ডিজাইনের ইমেজ তৈরি করে অনলাইনে আপলোড করেন। কিন্তু সমস্যা হল অন্য আরেকজন আপনার তৈরি করা ইমেজ গুলো নিজের নামে চালিয়ে দিচ্ছে। এই সমস্যাটির সমাধান করার একমাত্র উপায় ওয়াটার মার্কের ব্যবহার। আপনি যদি আপনার ডিজাইন গুলোতে ওয়াটার মাক ব্যবহার করেন তাহলে অন্য কেউ চাইলেও নিজের নামে চালিয়ে দিতে পারবে না। অন্য কেউ ইমেজটি ব্যবহার করলেও আসল মালিক আপনার নামই থাকবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।
সতর্কিতকরণঃ আজকের ওয়াটারমার্ক রিমুভ করার আর্টিকেলটি শুধুমাত্র শেখানোর উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। কারও মেধা স্বত্বকে ক্ষতিগ্রস্ত করা আমাদের উদ্দেশ্য নয়। সো কেউ যদি আর্টিকেলের সাহায্য নিয়ে অন্যের ক্ষতি করার চেষ্টা করেন তাহলে TechTop24 সাইট কখনো দায়ী থাকবে না।
আর হ্যা আজকের আর্টিকেলটি কম বেশি সবার জন্য দরকার হবে আশা করি। যদি প্রয়োজন নাও হয় তারপরও শিখে রাখুন কারণ বলা তো যায় না কখন কোথায় দরকার হতে পারে। তবে যারা রিগুলার ওয়েব সাইটে, ইউটিউব বা ফেসবুকে কন্টেন্ট তৈরি করে তাদের বেশি প্রয়োজন হবে। কারণ তাদের কনটেন্ট তৈরি করার সময় আর্টিকেল বা কনটেন্টের টপিকের সাথে মিলিয়ে ইমেজ আপলোড করতে হয়। তখন কনটেন্ট রিলেটেড ইমেজ পাওয়া গেলেও ওয়াটারমার্ক থাকে। তখন এই ট্রিকসটি কাজে লাগাতে পারবেন। যাই হোক অনেক বক বক করলাম, এইবার চলুন দেখে নেওয়া যাক ওয়াটার মার্ক থাকা ছবি থেকে কিভাবে ওয়াটার মার্ক রিমুভ করব।
যে কোন ইমেজ বা ছবির ওয়াটার মার্ক রিমুভ করার জন্য আপনাদের একটি ওয়েব সাইটে যেতে হবে। গুগলে Watermark Remover লিখে সার্চ করলে প্রথমে যে সাইটটি আসবে সেই সাইটে প্রবেশ করুন অথবা এখানে ক্লিক করে সেই সাইটে সরাসরি প্রবেশ করতে পারবেন। সাইটে প্রবেশ করার পর নিচের মত একটা পেইজ দেখতে পাবেন। সেখান থেকে Upload Image নামে জায়গায় ক্লিক করে আপনার গ্যালারি থেকে ওয়াটার মার্ক আছে এমন একটি ইমেজ সিলেক্ট করে দিন। যদি আপনার কাছে ওয়াটার মার্ক ইমেজ না থাকে তাহলে আজকের আর্টিকেলের শুরু দিকে থাকা ইমেজটি ডাউনলোড করে ব্যবহার করে দেখতে পারেন।
মোবাইল থেকে ইমেজ আপলোড করে দেওয়ার পর নিচের মত একটা পেইজ আসতে পারে। যদিও এই পেইজটি সব সময় আসে না। যদি আসে স্কিনশর্টে দেখানো ক্লোজ বাটনে ক্লিক করে পেইজটি বন্ধ করে দিবেন।
রেজিষ্টেশন করতে বলা পেইজটি বন্ধ করে দেওয়ার পর নিচের মত পেইজটি দেখতে পাবেন। সেখানে দেখতে পাবেন আপনার ইমেজে থাকা ওয়াটার মার্ক রিমুভ হয়ে গেছে। আরেকটি মজার কথা হল সাইটটিতে ইমেজের কোয়ালিটিও তেমন পরিবর্তন হয় না। যাই হোক রিমুভ করা ইমেজটি ডাউনলোড করতে চাইলে Download Image নামের ওপর ক্লিক করলে ইমেজ ডাউনলোড হওয়া শুরু হবে। আশা করি আজকের আর্টিকেলটি আপনারা সহজে বুঝতে পেরেছেন। সো এখন থেকে আপনারা নিজে নিজে ওয়াটার মার্ক ইমেজের ওয়াটার মার্ক রিমুভ করে নিতে পারবেন।
আর্টিকেলের শেষে কিছু কথাঃ জানি না আজকের আর্টিকেলটি আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভাল লাগে তাহলে অবশ্যই আমাদের সাইটের সাথে থাকবেন। ইনশাআল্লাহ্ এখন থেকে আমি টেকটপ২৪ সাইটে রিগুলার টেক রিলেটেড আর্টিকেল শেয়ার করব। সো নতুন আর্টিকেল নিয়ে আসা পর্যন্ত ভাল থাকুন, সুস্থ থাকুন আর হ্যা সব সময় TechTop24 সাইটের সাথে থাকুন। আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ।