লেখার নিয়মাবলী
লেখা একটি দায়িত্বপূর্ণ কাজ তাই এই দায়িত্ব সঠিক ভাবে পালন হয় সেই কারণেই আমাদের কিছু নিয়মের পালন করতে হবে। এই নিয়ম সকলের সুবিধার হিসাবে তৈরি করা হয়েছে যা আবশ্যক ভাবে সকলকে পালন করতে হবে।
{টেক-টপ-২৪} পোর্টাল আপনারা নিজেদের মোবাইল বা যে কোন মাধ্যমে ব্যবহার করতে পারবেন। যে কোন মাধ্যমে আপনারা আমাদের ওয়েবসাইটে কাজ করতে পারবেন। সঠিকভাবে সঞ্চালিত করার জন্য নিচের নিয়মাবলী অনুসরণ করা জরুরি।
লেখা জমা দেওয়ার বিষয়গুলিঃ
গ্রহণকারী বিষয়ঃ তথ্য প্রযুক্তি, স্বাস্থ্য, গেজেট, লাইফস্টাইল, ফ্যাশন, ইতিহাস, সংস্কৃতি, ভ্রমণ, কাহানি ও গল্প (পর্ব বিহীন) (কেবল এই বিষয়গুলি সম্পর্কে লেখা নেওয়া হচ্ছে)
[নোটঃ কুইজ, ভিডিও, অডিও বিষয়গুলি ইনকামের মধ্যে নেওয়া হয় না।]
আকাউন্ট বানানোর নিয়মাবলীঃ
নামঃ সঠিক নাম দিয়ে প্রোফাইল বানালে তবেই আর্টিকেল অথবা লেখা প্রকাশিত হবে। নাম কেবল বাংলা বা ইংরেজি ভাষাতে দিতে হবে আর কোনো ছদ্দনাম, পেজের নাম, ইমেল ইত্যাদি ধরণের নাম রাখলে লেখা প্রকাশিত হবে না।
কাজের নিয়মাবলী
লেখা সম্পূর্ণ আপনার নিজস্ব, এবং নিজের ভাষায় লেখা হতে হবে এবং লেখাটি সম্পূর্ণ অপ্রকাশিত হতে হবে। অন্যান্য কোন জায়গা থেকে কপি করে দেবেন না, কপিরাইট ঝামেলা এবং আর্টিকেল প্রকাশের ক্ষেত্রে এই কাজ বাধা সৃষ্টি করবে।
লেখার ক্ষেত্রে ভুল তথ্য, অভদ্র, অশ্লীল, উস্কানিমূলক, কটূক্তি, গুজব, কারো ধর্মকে আঘাত করে এমন লেখা, সন্ত্রাসবাদ মুলক, যৌন মূলক ইত্যাদি ধরণের আর্টিকেল এবং লেখা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এই ধরনের লেখা কোনমতেই প্রকাশিত হবে না তাই সর্বদা এধরনের লেখা থেকে বিরত থাকবেন।
লেখার মূলবিষয় পাঠকদের জন্য তুলে আনতে হবে যা পাঠকপ্রিয় ও উপভোগ্য হতে হবে। মূল বিষয়ের বাইরে যাওয়া যাবে না। প্রতিটি লেখা সরল ভাষায় এবং সঠিক বর্ণনার সাথে লিখবেন এর ফলে পাঠকদের সুবিধার্থে সাথে আপনার লেখক অথবা লেখিকা হিসাবে মান আরও বেড়ে উঠবে।
আমাদের ওয়েবসাইট আন্তর্জাতিকভাবে প্রকাশিত হয় তাই লেখার মান বজায় রাখবেন বানান ভুল, বাক্য এলোমেলো, অভদ্র ভাষা ইত্যাদি ব্যবহার থেকে বিরত থাকবেন।
একটি লেখার মধ্যে সর্বনিম্ন ৩৫০ শব্দ হতেই হবে। এছাড়া সর্বোচ্চ শব্দের কোন সীমা নেই। শব্দের সীমার সমতুল্য লেখা হলে তবেই তা প্রকাশ করা হবে অন্যথা ছোট লেখা রিজেক্ট করে দেওয়া হবে। নিষিদ্ধ বিষয়গুলির সম্পর্কে লিখে সময় নষ্ট করবেন না, কারণ এই লেখাগুলি তৎক্ষণাৎ ডিলিট করে দেওয়া হবে।
রচনার মত লেখা থেকে বিরত থাকতে হবে। লেখা পয়েন্ট আকারে লিখতে হবে, প্রতিটি ভাগের একটা করে হেডলাইন দিতে হবে। দরকার অনুসারে লেখাতে তথ্যসূত্র দিতে হবে। কিছু লেখাতে (যেমন গল্প, উপন্যাস ইত্যাদি) পয়েন্ট দেওয়া যায় না সেই রকম লেখাতে পয়েন্ট না দিলেও হবে।
আমাদের ওয়েবসাইটে জমা দেওয়া লেখা অন্যত্র কথাও (ডিজিটাল মিডিয়া বা প্রিন্ট মিডিয়া) প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। আমাদের ওয়েবসাইটে লেখা প্রকাশিত হবার পর সেই লেখা সম্পূর্ণভাবে আমাদের সম্পত্তি হিসাবে মান্য হবে যা অন্যত্র প্রকাশ করা যাবে না। আপনার লেখা প্রকাশ করা লিংক শেয়ার করতে সকলকে নিজের লেখার সাথে যোগ দিতে পারবেন।
লেখা এপ্রুভ (মঁজুর করার) করার সমস্ত অধিকার কেবলমাত্র {টেক-টপ-২৪} কর্তৃপক্ষের কাছে সুরক্ষিত। আমাদের চেষ্টা সর্বদা সকলের লেখা প্রকাশ করা যদি সেই লেখা আমাদের নিয়ম অনুসরণ করে। আমরা কেবল প্রকাশিত হওয়া লেখার ভিত্তিতে সম্মানী ও বেতন দিয়ে থাকি, অপ্রকাশিত লেখা জমা থাকলেও তা সম্মানী ও বেতন মান্য নয়।
আপনার লেখা নির্বাচিত না হলে তা ডিলিট করে দেওয়া হয়। এই লেখা কোনো ভাবে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে না। ঠিক সেই ভাবে আমাদের ওয়েবসাইটে আপনার দ্বারা প্রকাশ করা তথ্য অন্যত্র কোথাও প্রকাশ করা অপরাধ হিসাবে মান্য হবে। নিজের দায়িত্ব নিয়ে কোন বিষয়ে লিখবেন।
নিজের ইনকাম বরাবর চালানোর জন্য প্রতিমাসে কমপক্ষে ২ টি লেখা প্রকাশিত করতেই হবে। যদি মাসে সর্বনিম্ন লেখা প্রকাশিত না হয় তাহলে ইনকাম অটোমেটিক বন্ধ হয়ে যাবে।
*নিয়মাবলী তে পরিবর্তন কর্তৃপক্ষ দ্বারা যে কোন সময়ে আবশ্যক হিসাবে হতে পারে।