ফাইভারে অ্যাকাউন্ট খুলেছি কিন্তু কাজ পাচ্ছি না
আমরা ফ্রিল্যান্সিং শেখার সময় শুধু কাজের দক্ষতা শিখি কমিউনিকেশন শিখি না। সত্যি বলতে ফ্রিল্যান্সিং ৮০% নির্ভর করে আপনার কমিউনিকেশনের উপর। আজকে আপনাকে যে টিপস বলবো সেগুলো ফলে করলে ফ্রিল্যান্সিং মার্কেটে ঠিকে থাকতে পারবেন যে কোন ফ্রিল্যান্সিং মার্কেটে।

আমরা ফ্রিল্যান্সিং শেখার সময় শুধু কাজের দক্ষতা শিখি কমিউনিকেশন শিখিনা। সত্যি বলতে ফ্রিল্যান্সিং ৮০% নির্ভর করে আপনার কমিউনিকেশনের উপর। আজকে আপনাকে যে টিপস বলবো সেগুলো ফলে করলে ফ্রিল্যান্সিং মার্কেটে ঠিকে থাকতে পারবেন যে কোন ফ্রিল্যান্সিং মার্কেটে।
আমরা আয়ের পিছনে ছুটি, দক্ষতার পিছনে না।
অনলাইন হলো দক্ষতার খেলা শুধু অনলাইন না অফলাইন ও দক্ষতার খেলা আবার অফলাইনে একটা স্কিল থাকলে কোন দক্ষতার প্রয়োজন হয়না সেটা হলো মামু (টাকা) যাক অফলাইনে নিয়ে বলবো না অনলাইনে নিয়ে বলবো।
- কোন প্রতিষ্ঠান কোর্স শিখাইবে কিন্তু ১০০% গাইড দিবে না।
- সবাই চাই টাকা আয় করতে কিন্তু পারে না। নিজের দক্ষতার জন্য।
- আমরা ইংরেজিতে খুবই দুর্বল হয়, যাদের সাথে কাজ করবো তারা কিন্তু ইংরেজি ভাষার মানুষ। সেটা আমাদের মাথায় থাকে না।
- আমরা ২-৩ মাস কাজ শিখে, প্রতিমাসে ৫০০০০-৮০০০০ টাকার আয় করার স্বপ্ন দেখি। এমন হলে কোন দেশ গরিব হতো না সবাই আরবপতি হয়ে যেতো।
- কাজ শেখার জন্য সময় নেই, টাকা আয়ের জন্য সময় আছে। টাকা গাছে ধরে সে গাছে ওঠে তো টাকা ছিড়তে হবে, গাছে ওঠার জন্য তো শিখতে হবে কি করে গাছে ওঠতে হয়। পাথর মেরে তো গাছ থেকে লক্ষ টাকা আয় করা সম্ভব না তবে, হাজার টাকা আয় করা সম্ভব।
- আমার কথা শোনে হয়তো ডি-মোটিভেট হতে পারেন, হয়তো এগুলোই বাস্তবতা মেনে নিতে পারতেছন না বা নিবেন না। একদিন নিবেন যখন ধাক্কা ধাক্কা খেতে খেতে পাক্কা হবেন তখনই নিবেন তার আগে না।
- যাক মন থেকে ক্ষমা চাচ্ছি এসব বলার জন্য।
এবার আসি কি করলে ফ্রিল্যান্সিং সফলতা পেতে পারি।
১। মানুষের পিছনে ছুটা বন্ধ করুনঃ এটার মানে হলো কোন ফ্রিল্যান্সার সাথে যোগাযোগ করতে চেষ্টা করিয়েন না যারা ভালো ফ্রিল্যান্সার তারা আপনার সাথে হয়তো কথা বলবে না কারণ তাদের কাছে সময়ের অভাব হয় অনেক। আপনার ক্যাটাগরির যারা টপে আছে তাদেরকে ফলো করুন তারা কেন ও টপে আসলো কি কারণে আসলো সেটা খুজতে চেষ্টা করুন।
২। কমিউনিকেশনঃ এটা হলো ফ্রিল্যান্সিং এর গডফাদার হয়তো আপনাকে বিভিন্ন প্রতিষ্ঠান বলবে একটু আকটু ইংরেজি জানলে ফ্রিল্যান্সিং করা যায়। এটা হলো ডাহামিথ্যে কথা। একটু ভেবে দেখুন তো আপনি কাদের সাথে কাজ করবেন বাংলা ভাষা মানুষের সাথে নাকি ইউরোপীয় দের সাথে যাদের ভাষা ইংরেজী তাদের সাথে। মনে করুন আমার একটা লোগো প্রয়োজন, কি রকম লোগো প্রয়োজন সেটা আমি নিজেও জানি না, আমি একটা মার্কেট প্লেসে গেলাম একটা জব পোস্ট করলাম i need a logo for my new bookshop company. Or i need a logo বাজেট রাখলাম $10. এটা দিয়ে পোস্ট করলাম fiverr আমাকে অনেক জনে অফার করবে। এবার আসি আমি আপনাকে কেন আমার কোম্পানির জন্য আপনাকে হায়ার করবো একটু ভেবে দেখুন তো শুধু আপনি না তো অনেক জনে আমাকে অফার দিচ্ছে, আমি নিজেও জানি না আমার লোগো কেমন হওয়া উচিত যে আমাকে ইমপ্রেস করতে পারবে তাকে আমি কাজটা দিবোা। কারণ আমার কোন আইডিয়া নেই কি রকম লোগো আমার নতুন কোম্পানির জন্য ভালো হবে যে আমাকে ভালো করে বুঝাতে পারবে তাকে আমি কাজটা দিয়ে দিবো। ফ্রিল্যান্সিং জগতে $১০ এর কাজ $১০০ তে করে নেওয়া সম্ভব যদি তাকে বুঝাতে পারেন তাহলে।
৩। নিজের স্কিলে পর্যাপ্ত দক্ষ না থাকার কারণে, আমরা কাজ ফেলেও সেটা ভালো করে করতে পারি না । ফলে নেগেটিভ রিভিউ আসার কারণে ফ্রিল্যান্সিং থেকে দূরে সরে যায়। আমরা ৩-৪ মাস এডোবি ফটোশপ এবং illustrator নিয়ে কাজ করলে মনে করি আমরা ডিজাইনার হয়ে গেছি এটা আসলেই সম্পন্ন নিজেকে ধোঁকা দেওয়া ছাড়া আর কিছুই না। আপনার স্কিল কে পালিশ করুন। ইউটিউব থেকে আপনার ক্যাটাগরির একটা ভিডিও দেখে সেটাকে হুবুহু করতে চেষ্টা করুন। যদি গ্রাফিক্স সেক্টরে হলে শুধু ডিজাইন কপি করে করে নিজের ভিতরে ক্রেয়েটিভ নিয়ে আসুন। যত ভালো ডিজাইন কপি করবেন নতুন কিছু শিখতে পারবেন।
৪। বিভিন্ন ব্লগ পোস্ট কে ফলো করুন নতুন কিছু শিখুন। ফাইভার নিয়ে রিসার্চ করুন, আপনার কমিউনিকেশন কে ডেভলপ করুন, নিজের স্কিলকে দক্ষ করুন তাহলে যেকোনো ফ্রিল্যান্সার মার্কেটে ঠিকতে পারবেন। শুধু একটাই অনুরোধ করবো কোন ফাউল ইউটিবার বা ফাউল প্রতিষ্ঠানে চক্করে পড়ে ফাইভারেে একাউন্ট করবেন না, এটাতে একবার একাউন্ট করলে ২য় বার করতে গেলে windows দিয়ে করতে হবে তার আগে সুযোগ নেই। ইংরেজি, ইংরেজি ইংরেজি এটাকে মূল্যমর্যাদা দেন তাহলে আয় করতে পারবেন তার আগে নই।
৫। নতুন ফ্রিল্যান্সার জন্য সবচেয়ে জনপ্রিয় হলো ফাইভার। এটা ছেড় যায়েন না অন্য মার্কেটেপ্লেসে টিকত অনেক কষ্ট হবে। উপরে যা যা বলেছি তা তা ফলো করুন দেখবেন ফাইবার থেকে আয় করা খুব সহজ হবে।
কোন প্রশ্ন থাকলে কমেন্টে করতে পারবেন। অনেক লেখা অগোছালো হতে পারে তার জন্য দুঃক্ষিত। একটা লেখা লেখতে অনেক সময় ব্যায় হয়।