গুগল ড্রাইভের স্পেস নিয়ে চিন্তা নিয়ে নিন ১০২৪ জিবি ফ্রী Dubox
আমরা সবাই আমাদের অনেক ফাইল অনলাইন স্টোরেজে রাখি যেমন গুগল ড্রাইভ , ড্রপ বক্স ইত্যাদি । এই ওয়েবসাইট গুলোতে আমরা ফ্রি স্পেস পেয়ে থাকি খুব কম কিন্তু আমাদের অনেক স্পেসের প্রয়জন হয়। আমি তাদের জন্য এই পোস্ট টি করেছি যারা তাদের ফাইল অনলাইনে রাখেন ।

আমরা সবাই আমাদের অনেক ফাইল অনলাইন স্টোরেজে রাখি যেমন গুগল ড্রাইভ , ড্রপ বক্স ইত্যাদি । এই ওয়েবসাইট গুলোতে আমরা ফ্রি স্পেস পেয়ে থাকি খুব কম কিন্তু আমাদের অনেক স্পেসের প্রয়জন হয়। আমি তাদের জন্য এই পোস্ট টি করেছি যারা তাদের ফাইল অনলাইনে রাখেন ।
আজ আমি যেই ওয়েবসাইটটির কথা বলবো সেই ওয়েবসাইট টির কথা হয়ত আপনাদের আনেকের জানা নেই তবে আজ জানবেন। এই ওয়েবসাইটে পাবেন ১টেরা বাইট বা ১০২৪ জিবি ফ্রি স্পের। যেটা অন্য কোন ওয়েবসাইটে পাবেন না।
কিভাবে শুরু করবেন>
প্রথমে আপনার একটা আকাউন্ট খুলতে হবে। register এই লিংক ওপেন করুন।
- তারপর নাম, ইমেইল, পাসওয়ার্ড, এবং জন্ম ডেট দিন।
তারপর ক্রিয়েট এন আকাউন্টে ক্লিক করে আপনার আকাউন্ট খুলে নিন।
তারপর ওয়েবসাইটে dubox লগইন করে আপানর ফাইল আপলোড শুরু করতে পারেন ।
আপনার একটু হলেও উপকার হলে পোস্টটি সবার সাথে শেয়ার করবেন ।। ধন্যবাদ।।