পিন্টারেস্ট মার্কেটিং A to Z, Pinterest Marketing A to Z.
আসুন আজ আমরা জেনে নেই পিন্টারেস্ট কি এবং এর মার্কেটিং প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত সবকিছু।

সুপ্রিয় পাঠকগণ।আজ আমরা আলোচনা করব।পিন্টারেস্ট মার্কেটিং কি? কিভাবে পিন্টারেস্ট মার্কেটিং করতে হয়।
পাঠকগণ আপনারা জানেন ইন্টারনেটের ব্যবহার বেড়ে যাওয়ার পর থেকে বেড়ে গিয়েছে মানুষে সোশ্যাল মিডিয়া ব্যবহার এর চাহিদা বহুগুণে। ছোট থেকে বড়,ধনী গরীব সকল পর্যায়ের লোকরা এখন সোশ্যাল মিডিয়াতে এক্টিভ থাকছে। এসব জনপ্রিয় সোশ্যাল মিডিয়া গুলোর মধ্যে জনপ্রিয় মিডিয়া যথাক্রমে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট, মেসেঞ্জার,ট্রামলার ইত্যাদি। যার মধ্যে পিন্টারেস্ট অন্যতম একটি জনপ্রিয় মিডিয়া। আসুন জেনে নেই পিন্টারেস্ট এবং এর মার্কেটিং প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত সবকিছু।
আরও জানতে ক্লিক করুন- ডিজিটাল মার্কেটিং বাংলা কোর্স
পাঠকগণ আপনারা নিশ্চয়ই জানেন পিন্টারেস্ট সম্পর্কে।তারা জানেন না তাদের জন্য বলি এখানে বিভিন্ন পর্যায়ের লোকেরা ছবির দ্বারা কনটেন্ট তৈরি করে এবং পিন্টারেস্ট এ তার প্রোফাইলের মাধ্যমে সেটি পিন করে । বর্তমানে পিন্টারেস্ট এর দ্বারা বিভিন্ন বড় বড় কোম্পানি তাদের বিজনেস এর টার্গেট কাস্টমার খুঁজে পাচ্ছে খুব সহজেই। আজকের দিনে যদি আপনি অনলাইন বিজনেস নিয়ে ভাবেন তাহলে আপনার অবশ্যই পিন্টারেস্ট এবং এর মার্কেটিং এর বিষয়ে জেনে রাখা খুবই দরকার। পিন্টারেস্ট মার্কেটিং সম্পর্কে জানার আগে আমাদের জানে নিতে হবে Pinterest জিনিসটি আসলে কি।
আরও জানতে ক্লিক করুন- নতুন ইউটিউবারদের গুরুত্বপূর্ণ কিছু ভুল। পার্ট -১
Pinterest কি?
মূলত পিন্টারেস্ট হলো একটা সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যম। এখানে নানান লোকেরা এবং বিভিন্ন প্রতিষ্ঠান তাদের যেকোনো বিজনেস ,সেবা সমূহ বা অন্যান্য যাবতীয় কাজের কনটেন্ট ছবির দ্বারা নিজেদের প্রফাইলে পিন করে থেকে। এখানে প্রচার ও প্রসার করার জন্য শুধু মাত্র ছবি ব্যবহার করা হয়। যদি আপনি একজন ব্লগার হয়ে থাকেন অথবা বিজনেস করবেন বলে সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে আপনার অবশ্যই Pinterest এর বিষয়ে বিস্তারিত জানা প্রয়োজন।
Pinterest Marketing কি?
পিন্টারেস্ট দ্বারা আমরা আমাদের যেকোনো বিজনেস, প্রোডাক্ট বা সার্ভিস এর প্রমোশন করতে পারি। সোজা কথায় বলা যায় পিন্টারেস্ট মিডিয়ার মাধ্যমে নিজের পন্যের প্রসার ঘটাতে পন্য গুলো প্রচার করাকে পিন্টারেস্ট মার্কেটিং বলে।এই পিন্টারেস্ট মার্কেটিং এর মূল লক্ষ্য হচ্ছে নিজের কাঙ্খিত ওয়েবসাইটে টার্গেট কাস্টমার বা ট্রাফিক নিয়ে আসা অথবা অধীক মানুষের কাছে পন্য বা সেবা সমূহ ছবি আকারে তুলে ধরা,পরিচয় করিয়ে দেওয়া।
আরও জানতে ক্লিক করুন- ১৬ টি ব্লগ এসইও টিপস & ট্রিকস
বিভিন্ন বড় বড় কোম্পানি পিন্টারেস্ট মার্কেটিং দ্বারা টার্গেট কাস্টমার এবং ট্রাফিক নিচ্ছে পিন্টারেস্ট এ তাদের পন্য মার্কেটিং করার মাধ্যমে।
কিভাবে করবেন Pinterest Marketing?
যদি আপনি একজন ব্লগার হয়ে থাকেন অথবা অনলাইনে আপনার কোনো বিজনেস রিলেটেড ওয়েবসাইট থেকে থাকে অথবা আপনার কোন পন্য থাকে তাহলে আপনার সাইটে অনেক ট্রাফিক এর প্রয়োজন হয়। Pinterest marketing দ্বারা আপনি অনেক পরিমাণে ট্রাফিক আপনার কাঙ্খিত সাইটে নিয়ে যেতে পারবেন এবং এতে আপনার পন্য বিক্রি বেড়ে যাবে। আবার যদি আপনার কোন ওয়েব সাইট না থাকে তাও আপনি আপনার পন্য এবং আপনার সাথে যোগাযোগের ঠিকানা বা প্রতিষ্ঠানের ঠিকানা দিয়ে একটি ছবি বা পোস্টার বানিয়ে পিন ক্রিয়েট করে প্রচুর পরিমান দর্শক আকৃষ্ট করতে সক্ষম হবেন।যারা হয়ত আপনার পন্যটি খূজছে।যখন তারা আপনার ঠিকানা পাবে তখন কিনতে আগ্রহী হয়ে আপনার সাথে যোগাযোগ করবে।
আরও জানতে ক্লিক করুন- নতুনদের জন্য ফেসবুক মার্কেটিং (পার্ট-১)
বর্তমানে Pinterest Marketing খুবই জনপ্রিয় মার্কেটিং কৌশল হিসেবে নিজেকে অবস্থান গড়ে তুলেছে। তাছাড়া অন্যান্য মার্কেটিং তুলনায় অনেক সহজে পিন্টারেস্ট দ্বারা মার্কেটিং করা যায় এবং কাঙ্খিত ট্রাফিক পাওয়া যায়।
তবে আপনি যদি Pinterest marketing করতে চান তাহলে কিছু বিষয় মাথায় রাখতে হবে, সেগুলো নিচে আলোচনা করা হলো।
প্রথমে আপনাকে একটি Pinterest account তৈরি করতে হবে এবং আপনার প্রোফাইলটি ভালোমতো কাস্টোমাইজ করে নিতে হবে একদম প্রফেশনাল ভাবে।
আরও জানতে ক্লিক করুন- ব্লগিং এর মাধ্যমে আয় পার্ট -১
আপনার ওয়েবসাইট আপনার একাউন্টের সাথে যুক্ত করে নিন। এবার
আপনার পণ্য বা সার্ভিস অনুযায়ী কনটেন্ট লিখে নিন। সেটিকে ছবির বা ভিডিওর দ্বারা Pinterest এ পিন করুন আপনার প্রোফাইলে।
প্রতিটি পন্যের জন্য বা আলাদা ক্যটাগরির পন্যের জন্য বোর্ড আলাদা আলাদা ভাবে তৈরি করে পিন করুন। অন্যদের সাথে বোর্ড বা পিন প্রচুর পরিমাণে শেয়ার করুন।
আপনার সাইটে বেশি বেশি ট্রাফিক পেতে ধারাবাহিক ভাবে পিন করুন। নিয়মিত পিন করলে আপনার সাইটের ট্রাফিক অনেকটা বৃদ্ধি পেতে শুরু করবে। একদিন করলাম আবার গায়েব হয়ে গেলাম।এমন করা যাবে না।
ভাল ফলাফলের জন্য দিনে কমপক্ষে ২০+ ইউনিক পিন করা উচিত।
আরও জানতে ক্লিক করুন- ইমেইল মার্কেটিং কি কিভাবে কাজ করে
আপনার পন্যের মত যদি আর কারো পন্য বা সেবা থাকে তাহলে আপনার প্রোফাইলে তাদের পিন গুলো সেভ করে নিন। এতে করে তাদের পাওয়া ট্রাফিক গুলো আপনার পন্য দেখবে এবং আপনার সাথে যোগাযোগ করবে।
Pinterest marketing এর আহামরি তেমন কোনো টিপস দেওয়ার নেই। সহজে একটি অ্যাকাউন্ট বানিয়ে সেখানে পিন করার মাধ্যমে আপনি আপনার বিজনেস এর মার্কেটিং পরিচালনা করতে পারবেন এবং আপনার টার্গেট ট্রাফিক সহজে পেয়ে যাবেন। তবে এই মিডিয়াতে আপনিকে নিয়মিত ভাবে এক্টিভ থাকতে হবে।
আশা করি নতুনরা অনেক উপকার পাবেন আজকের আর্টিকেলটি দ্বারা। আমার লেখা অন্য আর্টিকেল গুলো পড়ে আসুন এখানে ক্লিক করে। ভাল লাগলে শেয়ার করুন ও ফলো দিয়ে আমার সঙ্গেই থাকুন। ধন্যবাদ।