আমার উদাসীনতা

মাঝে মাঝে হারিয়ে যাই ভাবনার জগতে। উদাস মনে ভাবতে থাকি কেন এ বিষন্নতা ঘিরে রাখে আমায়। পাইনা আমি কোনো উত্তর খুজে পাইনা। উতলা হয়ে ছটফট করি কিন্তু কাউকে তা দেখাতে পারিনা৷

আমার উদাসীনতা

খুজবে কি আমায় উদাস হয়ে হারিয়ে গেলে?

মাঝে মাঝে হারিয়ে যাই ভাবনার জগতে। উদাস মনে ভাবতে থাকি কেন এ বিষন্নতা ঘিরে রাখে আমায়। পাইনা আমি কোনো উত্তর খুজে পাইনা। উতলা হয়ে ছটফট করি কিন্তু কাউকে তা দেখাতে পারিনা৷ পারিনা বলতে আমার এ উদাসীনতা আমার নিজেকে খুজে না পাওয়ার। নিজে বুঝে উঠতে না পারার। কাউকে এ কষ্ট বোঝানো সম্ভব নয়। সম্ভব নয় বলা আজ আমার মনটা খারাপ আমার নিজের অস্তিত্বের খোজ না পাওয়ার।

মাঝে মাঝে বড্ড বেশিই হাপিয়ে উঠি নিজের এই অসহ্য পাগলামির প্রতি। তারপর আবার ভাবতে বসি কেনই বা আমার আকুলতা আর কেনইবা নিজের প্রতি নিজের এত অভিমান। নাহ আমি পাইনা খুুঁজে সে উত্তর আমি পাইনা খুজে আমাকে।