ডোমেইন এবং হোস্টিং নিয়ে যত কথা।
বরাবরের মতোই আরেকটি নতুন আর্টিকেল নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আমি শারমিন। আজকের আর্টিকেলটি লিখতে যাচ্ছি ডোমেইন এবং হোস্টিং সম্পর্কিত।

আসসালামুআলাইকুম, সুপ্রিয় পাঠকগণ কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভাল আছেন।
বরাবরের মতোই আরেকটি নতুন আর্টিকেল নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আমি শারমিন। আজকের আর্টিকেলটি লিখতে যাচ্ছি ডোমেইন এবং হোস্টিং সম্পর্কিত।
পাঠক আপনার যদি একটি ওয়েব সাইট থেকে থাকে কিংবা একটি ব্লগ সাইট এর মালিক যদি আপনি হন তাহলে নিশ্চয়ই আপনি ডোমেইন এবং হোস্টিং এর সাথে পরিচিত।যাদের এই সম্পর্কে ধারণা নেই তাদের জন্য এই আর্টিকেল। পাশাপাশি যারা আগে থেকেই জানতেন তারা বিস্তারিত জানতে পারবেন বলে মনে করি ।
ডোমেইন হচ্ছে ওয়েবসাইটের নাম । যেমন ধরুন – আপনার ওয়েবসাইটের নাম sarmin. আপনি আপনার ওয়েবসাইট এ বিভিন্ন ডোমেইন কিনে ব্যবহার করতে পারেন জনপ্রিয় ডোমেন গুলো হচ্ছে .net, .in , .com , .info, .xyz ইত্যাদি।
ডোমেন গুলো ব্যবহার করার পর আপনার ওয়েব সাইটের নামটা গিয়ে দাঁড়াবে sarmin.com কিংবা sarmin.info .
এবার আসুন দেখি হোস্টিং কি? হোস্টিং আসলে ওয়েব সাইট রাখার স্থান।আপনার সাইটের সমস্ত ডাটা যেখানে রাখা হয় সেটা হোস্টিং।
হোস্টিং এর কাজ হচ্ছে আপনার ওয়েবসাইট কিংবা ব্লগ সাইটের লোড স্পিড টা ভালো করা। যেমন ধরুন আপনার সাইটে যখন কেউ একজন প্রবেশ করবে তখন কত দ্রুত আপনার ওয়েবসাইট টা ওপেন হচ্ছে, কত দ্রুত আপনার ব্লগ এর সমস্ত এড এবং ছবিগুলো শো হচ্ছে এগুলো নির্ভর করে হোস্টিং এর উপর। হোস্টিং সার্ভার ভালো হলে তাড়াতাড়ি সাইট ওপেন হবে। হোস্টিং এ যতটুকু জায়গা থাকবে আপনার সাইটে আপনি ততটুকু তথ্য দিতে পারবেন।
তাহলে এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ডোমেইন এবং হোস্টিং কি ফ্রি পাওয়া যায়? আর যদি পাওয়া যায় সেটা কতটা ভালো কতটা খারাপ?আজ সেটা বিস্তারিত জানবো আমরা।
ডোমেইন এবং হোস্টিং আপনি কিছু ওয়েবসাইট থেকে ফ্রি তে পেতে পারেন। এখানে আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে যে, একটা জিনিস কিনে পাওয়া আর ফ্রিতে পাওয়ার মধ্যে কিন্তু অনেক তফাৎ রয়েছে। যেটা আপনি ফ্রি তে পাচ্ছেন সেটা ভালো হবে নাকি যেটা আপনি কিনেছেন সেটা ভালো হবে ?আপনি বুঝতে পারছেন কোনটা ভালো হবে বেশি। অবশ্যই কেনা টা। তবে ফ্রিটা দিয়েও কাজ চালিয়ে নেয়া যায়।
আপনি যখন কোন ওয়েবসাইট থেকে ডোমেইন কিংবা হোস্টিং না কিনে নিয়ে ফ্রি তে ব্যবহার করবেন তখন সেগুলো আপনার ব্লগ কিংবা ওয়েবসাইটের জন্য তেমন কোনো কাজই করবে না। উল্টো আপনার ব্লগ কিংবা ওয়েবসাইট হ্যাক হওয়ার ঝুকি থাকবে অনেক বেশি। এমন কি আপনি কোন ধরনের কাস্টমার সার্ভিস না পেতেও পারেন।
এর কারণ হিসেবে বলা যায় আপনি সম্পূর্ণ ফ্রীতে এটি ব্যবহার করছেন। তবে শেখার জন্য প্রথম অবস্থায় ফ্রি ডোমেইন হোস্টিং ব্যবহার করতে পারেন নতুনরা।
বাংলাদেশের অসংখ্য ওয়েবসাইট বর্তমানে রয়েছে যেখান থেকে ডোমেইন হোস্টিং কেনা যায় সহজেই। সেখান থেকে ভালোমতো জেনে বুঝেশুনে ডোমেইন এবং হোস্টিং যদি কিনেন তাহলে সেটা আপনার জন্য অনেকটা ভালো হবে। যদিও দেশের বাইরের প্রতিষ্ঠান থেকে ডোমেইন হোস্টিং কিনলে স্প্রিড বেশি থাকে তথাপি দেশীয় প্রতিষ্ঠান থেকে কেনার কারনে এটা নিয়ে আপনার কোন সমস্যা থাকলে আপনি সেটা নিয়ে তাদেরকে বলতে পারবেন। কাস্টমার সার্ভিসটি আপনারা পাবেন বাংলাতে। তবে যারা অভিজ্ঞ তাদের জন্য বাইরে থেকে নেয়াটা কোন ব্যপার না। নতুনদের জন্য দেশীয় প্রতিষ্ঠান থেকে কেনাটা আমি সাজেশন করব।
জনপ্রিয় বাংলাদেশী হোস্টিং প্রোভাইডার:
(১) Hostever
(২) XeonBD
(৩) IT Nut Hosting
(৪) EbnHost
(৫) ADN Servers
(৬) WebHostBD
(৭) HostMight
(৮) Dhaka Web Host
(৯) CentrioHost
(১০) ExonHost
এর ভিতরে আবার সবচে ভালো Hostever চাইলে এইখানে ক্লিক করে হোস্টিং নিতে পারেন সবচে কম প্রাইজে।
আশা করছি আপনারা বুঝে গেছেন যে ফ্রীতে ডোমেইন হোস্টিং ব্যবহার এবং কিনে ডোমেইন হোস্টিং ব্যবহার করার মধ্যে কি পার্থক্য রয়েছে।
এখন আসুন জেনে নেই আপনি যদি ডোমেইন হোস্টিং কিনতে চান তাহলে আপনার কিছু বিষয় অবশ্যই ধারণা রাখতে হবে।
১.প্রথম যে বিষয়টি জানতে হবে তা হল যেই ওয়েবসাইট কিংবা যেখান থেকে আপনি ডোমেইন হোস্টিং কিনতে যাচ্ছেন সেটা কি রিয়েল নাকি ফেক? সেটা খোঁজ নিতে হবে ভালোভাবে।
২. আপনি যে ডোমেইন এবং হোস্টিং কিনতে যাচ্ছেন সেগুলোর গুণগতমান বর্তমানে কেমন? সেটার কোয়ালিটি সহ বিভিন্ন ডিটেলস আগে জেনে নিতে চেষ্টা করুন।
৩.আপনি আপনার সাইটে যেই ডোমেইন এবং হোস্টিং ব্যবহার করবেন ভাবছেন সেটার কোন ক্ষতি বা অসুবিধার দিক আছে কিনা সেটা সম্পর্কে ভালো করে দেখে নেবেন।
৪.অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় কি কি সুবিধা পাবেন সেটা জানার চেষ্টা করুন।
তাহলে আশা করি বুঝে গেছেন আপনি যদি নতুন ডোমেইন এবং হোস্টিং কিনতে চান তাহলে আপনার কি বিষয়ে ধারণা থাকতে হবে।
এটি ছিল আজকের আর্টিকেলে। গত পর্বে আমি আলোচনা করেছি ওয়ার্ডপ্রেস নিয়ে।আর্টিকেল টি পড়তে এখানে ক্লিক করুন।আপনাদের সাথে আবার দেখা হবে পরের কোন আর্টিকেলে। সবাইকে পরের আর্টিকেল পড়ার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আমার লেখা ভালো লাগলে আমাকে ফলো করে আমাকে উৎসাহ প্রদান করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ।