ফেসবুক নিয়ে মজাদার এবং অজানা কিছু তথ্য
ফেসবুক নিয়ে মজাদার এবং অজানা কিছু তথ্য Some interesting and unknown facts about Facebook

১৪০ কোটি ব্যবহারকারী নিয়ে ফেসবুক এখন সর্বকালের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ সাইট। এখন জেনে নেওয়া যাক ফেসবুক সম্পর্কে কিছু অজানা তথ্য।
১. ফেসবুককে এখন বলা যায় 'অ্যাপ-এর রাজ্য'। হোয়াটসঅ্যাপ আর মেসেন্জারের মতো মেসেজিং অ্যাপ আর ইনস্টাগ্রামের মতো ভিজুয়াল অ্যাপ-এর মালিক ফেসবুক। ইনস্টাগ্রামের আছে ৩০ কোটির বেশি,হোয়াটসঅ্যাপের ৭০ কোটি আর ফেসবুক মেসেন্জারের ৬০ কোটি ব্যবহারকারী।
২) ২০১৪ সালে ফেসবুকের আয় ছিল প্রায় সাড়ে বারোশো কোটি মার্কিন ডলার।২০১৩ সালের তুলনায় যা প্রায় ৫৭ শতাংশ বেশি।৩)প্রতি সেকেন্ডে ২০ হাজারের বেশি মানুষ ফেসবুক ভিজিট করে,এর মানে মাত্র আঠারো মিনিটে ফেসবুক ভিজিট করে ১ কোটি ১০ লাখ মানুষ।
৪) প্রতি সেকেন্ডে ৮ জন আর প্রতি পনেরো মিনিটে ৭,২৪৬ জন নতুন ব্যবহারকারী যুক্ত হচ্ছেন ফেসবুকে।
৫) প্রতি মিনিটে ফেসবুক ব্যবহার করে দেড় লাখ মেসেজ পাঠানো হয়।
ফেসবুক নিয়ে মজাদার এবং অজানা কিছু তথ্য। পর্বঃ-০২ এ আরও কিছু তথ্য শেয়ার করব ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।