স্বপ্নে আনাগোনা
এভাবে স্বপ্নে এসে আনমনে করে দেয়াটা কি খুব বেশিই জরুরি ছিলো? নেইতো এখন আর বাস্তবিক জগতের কোথাও তোমার পদচিহ্ন।

কেন স্বপ্নে এসে আনমনে করে দাও?
এভাবে স্বপ্নে এসে আনমনে করে দেয়াটা কি খুব বেশিই জরুরি ছিলো? নেইতো এখন আর বাস্তবিক জগতের কোথাও তোমার পদচিহ্ন।
স্বপ্নের এই কান্না এই কাছে আসার আকুতি কয়েকবছর আগে করা যেতোনা? তাহলে হয়ত আজকের দিনের স্বপ্নটা হত একটু অন্য রকম।
বড্ড হাসফাস করছে ভেতরটা ইচ্ছে করছে এক্ষুনি গিয়ে একটা টেক্সট করে বলি, ওহে কেমন আছো তুমি নতুনের বুকে? খুব বেশি সুখের জোয়ারে ভাসছো বুঝি। আচ্ছা আমরা কি একটা দিন দেখা করতে পারি।
কিন্তু নাহ তেমন কিছুই ঘটবেনা। আমি মায়া কাটাতে শিখে গেছি। পিছুটান আজ আমায় আর একফোটাও আকড়ে ধরেনা বরং আরো একটু বেশি শক্ত হয়ে সামনে এগিয়ে যেতে সাহায্য করে। আজ আমার হয়তো তুমি নামক মানুষ নেই কিন্তু তোমার চেয়ে শতসহস্র গুণ ভালো মানুষের ভিড়ে আমি প্রতিনিয়ত নতুন করে বাঁচার উদ্দিপণা পাই। তাই তুমি নামক তুচ্ছ মানুষের জন্য বিন্দু পরিমাণ আফসোস নাই।