What is cash? And how to use cash

নগদ হল ডাক বিভাগের একটি মোবাইল ব্যাংকিং সুবিধা।নগত খুব কম রেটে ক্যাশ আউট সুবিধা নিয়ে তার যাত্রা শুরু করেছে। এই আর্টিকেলে নগদ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

What is cash?  And how to use cash

আসস্লামুলাইকুম টেক টপের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম।এই আর্টিকেলে আপনি জানতে পারবেন নগত কি।নগত আমরা কেন ব্যাবহার করব।

নগদ কি? 

নগত হল ডাক বিভাগের একটি মোবাইল ব্যাংকিং সুবিধা।এটি ২০১৯ সালে ব্যাপক ভাবে মানুষের কাছে তার প্রচার প্ররচনা নিয়ে বিস্তার ঘতিয়েছে।নগতের যেমনি কম টাকায় ক্যাশ আউট সুবিধা রয়েছে তেমনি এর আছে ক্যাশ ইন,মোবাইল রিচার্জ এবং অনন্যা অনেক সুবিধা।

নগদ একাউন্ট কিভাবে খুলবেনঃ

নগত একাউন্ট খোলার জন্য আপনাকে প্লে ষ্টোর থেকে নগত অ্যাপটি ইন্সটল করে নিতে হবে।এরপর আপনাকে রেজিস্ট্রেশন করার কাজে নেমে পরতে হবে।রেজিস্ট্রেশন করার জন্য আপনার মোবাইলের নম্বরটি দিতে হবে এরপর আউতমেটিক আপনার ফোনে একটি কোড চলে আসবে।পরবর্তী ধাপে আর কোন কাজ নেই আপনি আপনার নাম দিয়ে দিবেন এবং একটি ছবি যুক্ত করবেন।

নগদ একাউন্ট কীভাবে খুলবেন বিস্তারিত জানুন

নগদ একাউন্ট কিভাবে মোবাইলে খুলবেনঃ

মোবাইলে নগদ একাউন্ট খোলা সহজ।আপনি শুধুমাত্র আপনার ফোনের বাটনে *১৬৭# প্রেস করে নিবেন আর কিছু করতে হবে না।আপনার একাউন্ট খোলা হয়ে যাবে এরপর একটি পিন নম্বর সেট করে দিলেই কাজ শেষ হয়ে যাবে।

নগদের মুনাফা সুবিধা কিঃ

নগদ এখন প্রচুর মুনাফা সুবিধা দিয়ে থাকে।আপনি যদি নগতে এক্কালিন টাকা রাখেন তাহলে নগত সেটার উপর একটা মুনাফা দিবে।

এটা ১০০০ থেকে ৫০০০ টাকায় একটা মুনাফা আবার তার থেকে বেশি হলে আরেকটা মুনফা প্রদান করে।

নগদের কি কি মুনাফা সুবিধা জানতে ভিজিট এখনই এই লিঙ্কে ভিজিট করুন নগদে জমানো টাকায় লাভ