কন্টেন্ট রাইটিং এবং ওয়েবসাইট র্যাঙ্কিং এর জন্য গুরুত্বপূর্ণ ৪টি টুল
একজন প্রো লেভেলের রাইটার হিসেবে কন্টেন্ট লেখার সময়, আপনাকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখতে হবে। অনেক সময় এসব বিষয় আমরা ঠিকমতো সম্পাদন করতে পারি না। তখন প্রয়োজন হয় AI সিস্টেম, সফটওয়্যার বা বিশেষায়িত টুলের। আবার এসইও, কিওয়ার্ড রিসার্চ কিংবা অন্য কোনো টেকনিক্যাল সাইডের কাজগুলো টুল ছাড়া করা সম্ভব হয় না। তাই আজকে আমরা এমন ৪টি টুল সম্পর্কে জানতে চলেছি, যেগুলো আপনার কন্টেন্ট রাইটিং জার্নিতে বিশেষ ভূমিকা রাখবে।

একজন প্রো লেভেলের রাইটার হিসেবে কন্টেন্ট লেখার সময়, আপনাকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখতে হবে। অনেক সময় এসব বিষয় আমরা ঠিকমতো সম্পাদন করতে পারি না। তখন প্রয়োজন হয় AI সিস্টেম, সফটওয়্যার বা বিশেষায়িত টুলের। আবার এসইও, কিওয়ার্ড রিসার্চ কিংবা অন্য কোনো টেকনিক্যাল সাইডের কাজগুলো টুল ছাড়া করা সম্ভব হয় না। তাই আজকে আমরা এমন ৪টি টুল সম্পর্কে জানতে চলেছি, যেগুলো আপনার কন্টেন্ট রাইটিং জার্নিতে বিশেষ ভূমিকা রাখবে।
১. Grammarly
ইংরেজীতে আর্টিকেল লিখতে গিয়ে অনেক সময় গ্রামারে ভুল হয়ে যায়। যার কারণে আর্টিকেলের মান নষ্ট হয়। একারণে গ্রামার ঠিক রাখাটা অত্যন্ত জরুরি। এক্ষেত্রে যেই টুলটি আপনাকে সবথেকে বেশি সাহায্য করবে, সেটি হলো Grammarly। আমি অনেকদিন যাবৎ এই টুলটি ব্যবহার করছি। টুলটি আমাকে অধিক আত্নবিশ্বাস যুগিয়েছে এবং এর মাধ্যমে কন্টেন্ট রাইটিং এ সেরা পার্ফরমেন্স করতে পেরেছি।
Grammarly এর মূল ফিচার গুলো হলোঃ
- অটোমেটিক্যালি গ্রামার চেকিং।
- সহজেই প্লেজারিজম ডিটেক্ট করবে।
- ফ্রীতেই আপনার রাইটিং অ্যাসিস্টেন্ট হিসেবে সহায়তা করবে ।
এই টুলটিতে আপনি ৩টি ভার্সন পাবেনঃ ফ্রী, প্রিমিয়াম এবং বিজনেস।
২. ProWritingAid
কন্টেন্ট রাইটিং এর জন্য একটি অন্যতম AI সরঞ্জাম হলো ProWritingAid। এটি আপনার লেখার মানকে সমৃদ্ধ করবে। বিশেষ করে ভাষাগত ত্রুটি সমাধানের ক্ষেত্রে ProWritingAid অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সফটওয়্যার আপনার আর্টিকেলকে পাঠকের কাছে আরও আকর্ষণীয় করে তুলবে। আপনার এডিটিংকে মজাদার, ইন্টারেক্টিভ এবং শিক্ষণীয় করে তোলার জন্য এটি এক্সট্রা হেল্প প্রোভাইড করবে। তো, দেরি না করে আজই ProWritingAid টুল ব্যবহার করা শুরু করুন এবং লেখার মানকে ভিন্নমাত্রা দান করুন।
৩. Semursh
Semrush এমন একটু টুল, যা আপনাকে সার্চ ইঞ্জিনের জন্য আপনার ওয়েবসাইটকে অপ্টিমাইজ করতে সাহায্য করে। এক কথায়, এটি একটি এসইও অডিট টুল। চলুন, এক পলকে এই টুলের মূল ফিচার গুলো দেখে আসা যাকঃ
- ডোমেইন অ্যানালাইসিস ।
- স্পেশ্যাল কিওয়ার্ড রিসার্চ এবং কিওয়ার্ড সাজেশন ।
- ব্যাকলিংক অ্যানালাইসিস ।
- ব্রোকেন লিংক বিল্ডিং ।
- কম্পিটরদের পজিশন ট্র্যাকিং ।
আমি বলব, একজন প্রো কন্টেন্ট হিসেবে আপনার উচিৎ এই অনলাইন সফটওয়্যারটি ব্যবহার করা। কারণ এর মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটকে অনেকদূর নিয়ে যেতে পারবেন।
৪. Surfer
এসইও-ফ্রেন্ডলি কন্টেন্ট তৈরি করতে Surfer এর কন্টেন্ট এডিটর একটি সেরা টুল বলে আমি মনে করি। আপনি যখন কোনো কন্টেন্ট লেখেন, তখন কিওয়ার্ড ডেনসিটি, ওয়ার্ড লিমিট, রিডঅ্যাবিলিটি এগুলোর উপর Surfer বিশেষভাবে ফোকাস করবে। আপনি এখানে যে যে সুবিধাগুলো পাবেন, সেগুলো হলোঃ
- কিওয়ার্ড রিসার্চ টুল ।
- কন্টেন্ট এডিটর ।
- বিল্ট-ইন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং ফিচার ।
- এসইও সাপোর্ট ।
Surfer এর তিনটি ভার্সন রয়েছেঃ বেসিক($59), প্রো($99) এবং বিজনেস($199)।
ব্লগিং এর মাধ্যমে আয় পার্ট -১
মার্কেটিং হোক, আর ব্লগিং, কন্টেন্টের মান যদি ভালো না হয় কিংবা প্রচুর ট্রাফিক পাওয়া না যায়, তবে আপনার কাজটা অনেকাংশেই ব্যর্থ হবে। তাই যদি আপনি এই টুলগুলো ব্যবহার করেন, তবে আপনার কন্টেন্টের কোয়ালিটি বৃ্দ্ধি পাবে এবং একজন প্রো কন্টেন্ট রাইটার হিসেবে আপনার বৈশিষ্ট্য ফুটে উঠবে।
আজকের আর্টিকেলটি এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে, তবে শেয়ার করতে ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো আর্টিকেল নিয়ে। বিদায়!